লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে শাহজাদপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড.এম এ মুহিত।
বাউল কাজী তপনের সভাপতিত্বে ও পিএম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী (পিপিএম), শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।
আরও পড়ুনএছাড়াও অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতশিংহ শুভ, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার,সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মন্তব্য করুন










