ঠাকুরগাঁওয়ে চাতালে পাহারা দিতে গিয়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ভুট্টা ও ধানের বস্তা চুরি ঠেকাতে গিয়ে নিজ চাতালেই রহস্যজনকভাবে মারা গেছেন এক ব্যবসায়ী। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে মথুরাপুর মাস্টারপাড়ার কাদের চাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম খায়রুল ইসলাম(৭২)। তিনি ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। ভাড়া নেওয়া চাতালে তিনি ভুট্টা ও ধানের ব্যবসা করতেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি খায়রুল ইসলামের চাতাল থেকে নিয়মিতভাবে ভুট্টা ও ধানের বস্তা চুরি হচ্ছিল।
এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই রাতে চাতালে পাহারা দিতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় তিনি প্রতিদিনের মতো চাতালে যান। পরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় চাতালের নাইটগার্ড তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।
আরও পড়ুনরহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, খায়রুল ইসলাম সাবেক সুগার মিলের কর্মচারী ছিলেন। অবসর নেওয়ার পর তিনি মৌসুমি ধান, গম ও ভুট্টার ব্যবসা করতেন। তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরিবারের ধারণা, রাতের কোনো এক সময় স্ট্রোক বা রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে তিনি মারা যেতে পারেন।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) এমদাদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই।
মন্তব্য করুন










