নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার।
আরও পড়ুনঘটনাটি নতুন মোড় নেয় ১৯৯৭ সালে দেওয়া রেজভী আহমেদ ফরহাদের এক জবানবন্দি ঘিরে। সেখানে তিনি দাবি করেছিলেন, আমরাই সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। তার বক্তব্য অনুযায়ী, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড। এই চুক্তি করেছিলেন সালমানের শাশুড়ি লতিফা হক লুসি।
এ ঘটনায় মোট ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক। বাকি আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।








_medium_1761292287.jpg)

