‘জায়েদ খানকে আমি হিংসা করি’

বিনোদন ডেস্ক : অভিনেতা জায়েদ খানের সুখি জীবনপযাপন দেখে রীতিমতো ঈর্ষা করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এক ফেসবুক পোস্টে এমনটাই জানালেন আলোচিত সমালোচিত এই তারকা। একটি ভিডিও শেয়ার করেছেন জয়। সেই ভিডিওকে কেন্দ্র করেই জানালেন এই এই ঈর্ষার কথা।
জয় বলেন, উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময় দেখি একটা মানুষ কিভাবে এত সুখি হয়? দলমত এবং পলিটিক্স এর ঊর্ধ্বে ছোট্টই জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি। কারণ আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না। জয় আরো বলেন, আমি আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা সবকিছুকেই তুচ্ছ মনে করি যখন তার এই আনন্দ দেখি। ভালো থাকেন ভাই। আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। বিনোদন দিয়ে যান এভাবেই।
আরও পড়ুনবাঙালির বিনোদনের বড় অভাব। যে কোন একটা উপলক্ষ্যকে পেলে টেনে হেঁচড়ে বড় করে তারা উপভোগ করার জন্য খুব চেষ্টা করে কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?
মন্তব্য করুন