হঠাৎ এক ফ্রেমে আয়েশা মৌসুমী, লিজা, তানহা তাসনিয়া
_original_1761057476.jpg)
অভি মঈনুদ্দীন ঃ চলতি বছরের জুন মাসে টানা পাঁচটি দেশে স্টেজ শোতে অংশ নিয়ে দেশে ফিরেছিলেন প্রজন্মের নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিজা, আয়েশা মৌসুমী ও নাটক-চলচ্চিত্রের অভিনেত্রী তানহা তাসনিয়া। ইউরোপের পাঁচ শহরে পাঁচটি স্টেজ শো’তে অংশগ্রহনের কারণে একমাসেরও বেশি সময় তাদেরকে একসঙ্গে থাকতে হয়েছে, সময় কাটাতে হয়েছে, গল্প আড্ডায় মেতে উঠতে হয়েছে। যে কারণে তাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে। দেশে ফিরেই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে উঠেন।
লিজা ও আয়েশা মৌসুমী স্টেজ শোতে গান গাওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর তানহা তাসনিয়া এরইমধ্যে ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এরইমধ্যে লিজা, আয়েশা মৌসুমী ও তানহা তাসনিয়া নিজেদের মধ্যে সময় বের করে দেখা করেন। মূলত লিজার নিমন্ত্রণেই তারা রাজধানীর ইস্কাটনে লিজার নতুন বাসায় তারা দেখা করেন। রাজধানীর ইস্কাটনে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন লিজা তার নতুন বাসা। সেখানেই তিনি আয়েশা মৌসুমী, তানহা তাসনিয়া’সহ ইউরোপ ট্যুরের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে নিমন্ত্রণ করেন। গল্প আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠেন সবাই। সুস্বাদু খাবার খেয়ে সবাই লিজার প্রশংসায় মুখরিত হয়ে উঠেছিলেন।
আয়েশা মৌসুমী বলেন,‘ সত্যিই একটা মনে রাখার মতো ট্যুর ছিলো আমাদের ইউরোপ সফরটা। এটা সত্যি কথা যে দেশের বাইরে স্টেজ শো করতে গেলে মানুষ চেনা যায়। কে কেমন তা হারে হারে উপলদ্ধি করা যায়। আমরা যারা একসঙ্গে ট্যুরে গিয়েছিলাম প্রত্যেকেই প্রত্যেকের প্রতি ছিলাম ভীষণ আন্তরিক। ধন্যবাদ লিজাকে তার নতুন বাসায় নিমন্ত্রণের জন্য এবং আমাদের সবাইকে কোয়ালিটি টাইম উপহার দেবার জন্য।’
আরও পড়ুনতানহা তাসনিয়া বলেন,‘ দারুণ একটা সময় কাটলো সবার। ধন্যবাদ লিজাকে সবাইকে একত্রিত করে একটা মনে রাখার মতো সময় সৃষ্টির জন্য। আর আপাতত আমি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত। সামনের ঈদ ও ভালোবাসা দিবসের কাজের পরিকল্পনাও চলছে। বিজ্ঞাপনেরও কাজ করছি। ইচ্ছে আছে নিজের প্রযোজনায় ভালো কিছু সিনেমা নির্মাণ করার। বাকীটা সময়ের অপেক্ষা। আমার প্রযোজনার গল্প যদি খুউব বেশি ভালোলেগে যায় তাহলে আমি নিজেও অভিনয় করতে পারি।’
হঠাৎ বিশেষ এই আড্ডা প্রসঙ্গে লিজা বলেন,‘ ইউরোপ ট্যুর শেষে সবার কথাই আসলে বিশেষভাবে মনে পড়ছিলো। কিন্তু দেশে ফিরে নতুন বাসা গুছানো, নিজের কন্যাকে নিয়ে ব্যস্ততা এবং কিছু স্টেজ শো, টিভি শো নিয়ে ব্যস্ত সময় কেটে যায়। পরে একদিন হঠাৎ করেই দু’দিন আগে সবাইকে আমার বাসায় নিমন্ত্রণ করলাম। আমার আম্মা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা যে তারা আমার বাসায় এসেছেন এবং অনেকটা সময় থেকে গল্প আড্ডায় মেতে উঠেছিলেন।’
মন্তব্য করুন