প্রবাসীদের জন্য ১৬ নভেম্বর উন্মুক্ত হবে ভোট দেওয়ার অ্যাপ

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ নভেম্বর তাদের জন্য ভোট দেওয়ার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উন্মুক্ত করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (২২ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘আগে পোস্টাল ভোটিং অকার্যকর পদ্ধতি ছিল, এখন আমূল পরিবর্তন করা হয়েছে। প্রথমত পোস্টাল ভোটিংয়ের অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আমরা অনলাইনে নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনটা এই মুহুর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি, ১৬ নভেম্বর আপ্লিকেশনটা সবার জন্য উন্মুক্ত করে দেবো। প্রবাসীদের ব্যবহৃত ব্যালট ও আমাদের দেশে ব্যালট ডিফারেন্ট (ভিন্ন) হবে। আমাদের ব্যালটে না ভোটসহ ১১৬টি প্রতীক থাকবে। তফসিল ঘোষণার আগেই প্রবাসীদের ভোটের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে।’
আরও পড়ুনপ্রবাসীদের ভোট অ্যাপ প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘কোনো কোনো দেশে একবার নিবন্ধন করলেই বছরের পর বছর ভোট দেওয়া যায়। কোনো কোনো দেশে একটা সময়কালের জন্য বা কোনো কোনো দেশে একটা ভোটকে টার্গেট করে এটা করা হয়। তবে আমরা শুধু একটা ভোটকে টার্গেট করেই এটা করেছি। এই বিশেষ প্রসেস (প্রক্রিয়া) আগে থেকেই করছি। পৃথিবীর যেকোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে তারা নিবন্ধন করতে পারবেন।’
মন্তব্য করুন