ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

তানজিন তিশার নামে ফ্রি শাড়ি নেওয়ার অভিযোগ, নায়িকার পাল্টা জবাব

তানজিন তিশা

 বিনোদন ডেস্ক ঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ। এক নারী উদ্যোক্তার দাবি-তিশা তার কাছ থেকে ফ্রি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এই অভিযোগ ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া ’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তিশার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন-শাড়িটি ফ্রি দেবেন, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনো সাড়া পাওয়া যায়নি। এখন তিনি শাড়ির দাম ফেরত চান, না হলে আইনগত ব্যবস্থা নেবেন। অভিযোগ নিয়ে খবর প্রকাশের পর পর তানজিন তিশা তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানজিন তিশার নামে ফ্রি শাড়ি নেওয়ার অভিযোগ, নায়িকার পাল্টা জবাব

নিয়োগ দেবে স্কয়ার ফুড, কর্মস্থল ঢাকা

শিক্ষকতার পাশাপাশি আবৃত্তি, অভিনয় ও সমাজ সেবায় ব্যস্ত শাহানা

নাটোরের সিংড়ায় দিনমজুরকে মারপিট থানায় মামলা

হঠাৎ এক ফ্রেমে আয়েশা মৌসুমী, লিজা, তানহা তাসনিয়া

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল