শুটিং ফ্লোরে আহত বনি সেনগুপ্ত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত শুটিং চলাকালীন সময়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পরিচালক আতিউল ইসলামের 'বানসারা' সিনেমার শুটিংয়ের শেষ দিনে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলকাতার একটি গোডাউনে চলছিল ছবির শেষ মুহূর্তের কাজ।
অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় হঠাৎ করেই অভিনেতার পায়ের গোড়ালির কিছুটা অংশ কেটে যায়। বনি আহত হওয়ার সঙ্গে সঙ্গেই শুটিং ইউনিটে ব্যস্ততা শুরু হয়। দ্রুত প্রোডাকশনের লোকজনেরা অ্যান্টিসেপটিক ওষুধ দিয়ে অভিনেতার পায়ে প্রাথমিক চিকিৎসা দেন। যদিও এই দুর্ঘটনার কারণে শুটিং বন্ধ করেননি অভিনেতা।
সাময়িকভাবে আঘাত পেলেও, দ্রুত প্রাথমিক চিকিৎসা পাওয়ায় আপাতত সুস্থ আছেন বনি সেনগুপ্ত। আহত অবস্থাতেই তিনি শেষ করেন ছবির শুটিং।
‘বানসারা’ ছবিটি মূলত পুরুলিয়ার ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি গ্রাম এবং সেখানকার বনদেবীকে কেন্দ্র করে তৈরি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বনদেবী নিজেই অপরাধীদের শাস্তি দেন।
আরও পড়ুনতবে তিনি নিজে নন, বনদেবীর নির্দেশেই সেই শাস্তি দেন গ্রামের জমিদার বাড়ির মেয়ে গৌরীকা দেবী, যিনি ‘বড় মা’ নামে পরিচিত।
এই ছবিতে ‘বড় মা’ চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। বনি সেনগুপ্তকে দেখা যাবে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ‘অজিতেশ’-এর ভূমিকায়। এই পুলিশ অফিসারের হাত ধরেই ‘বড় মা’ গৌরীকা দেবীর আসল সত্য উদঘাটিত হবে।
ছবিতে অপরাজিতা আঢ্য এবং বনি সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেত্রী মুন সরকার। তাকে গ্রামের প্রধান শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে। সরফরাজ মল্লিকের প্রযোজনায় পিএম মুভিজ ব্যানারে ছবিটি মুক্তি পাবে।
মন্তব্য করুন







_medium_1761298141.jpg)
_medium_1761297898.jpg)

