ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন ববি

ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন ববি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই চিত্রনায়িকা। যদিও এ সম্পর্ক ভেঙে গেছে। প্রেম ভাঙার খবরও প্রকাশ্যে এসেছে।  

এরই মাঝে আরেক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে ববির কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। এ কথোপকথনের শুরুতে ববিকে চিৎকার করে কথা বলতে শোনা যায়; যা নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এ চর্চার মধ্যে নীরবতা ভাঙলেন ববি। তার দাবি-‘বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে এটি বানানো হয়েছে। কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে।’ 

এ বিষয়ে গণমাধ্যমে ববি বলেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’ এই ব্যবসায়ী ও প্রযোজকের সঙ্গে আপনার বর্তমান সম্পর্ক কী? এ প্রশ্নের জবাবে ববি বলেন, ‘একদম স্বাভাবিক সম্পর্ক। আমি এখন আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। ‘তছনছ’ নামের একটি সিনেমার শুটিং করছি, ওদিকে আমার সব মনোযোগ।’ 

আরও পড়ুন

এই প্রযোজক ‘বউ’ শিরোনামে একটি সিনেমা বানিয়েছেন, যার নায়িকা ববি। তাছাড়া সৈকত নাসির পরিচালিত ‘মাস্টারমাইন্ড’ নামের একটি সিনেমা প্রযোজনার কথা রয়েছে। এর প্রি-প্রোডাকশনের কাজ অনেক দূর এগিয়েছে বলেও জানান ববি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলীম

ক্যাম্পাসে হয় মাদক সিন্ডিকেট থাকবে না হয় ডাকসু থাকবে — জিএস ফরহাদ

গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: ড. আসিফ নজরুল

ফারিণ খানের ‘মেঘছায়া’

প্রকাশ পেলো রফিকুল আলমের কন্ঠে নতুন দুই গান

আবহাওয়ার পরিবর্তনে সুস্থ থাকতে প্রয়োজন লবঙ্গ চায়ের