ফারিণ খানের ‘মেঘছায়া’
অভি মঈনুদ্দীন : ফারিণ খান, বাংলাদেশের এই প্রজন্মের দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী। তার অভিনীত বেশকিছু নাটক এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এরইমধ্যে গত ২৪ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে ফারিণ খান অভিনীত নতুন নাটক ‘মেঘছায়া’।
নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। নাটকটি নির্মাণ করেছেন অপু শর্মা। নাটকটিতে ফারিণ খান ছাড়া আরো অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাহিদা বৃষ্টি, শওকত হোসেন মামুন, মাহমুদ আলম’সহ আরো অনেকে। নাটকটি এনটিভিতে প্রচারের পর এনটিভিরই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
নাটকটি প্রসঙ্গে ফারিণ খান বলেন,‘ মেঘছায়া একটি হৃদয়স্পর্শী মানবিক গল্প, যেখানে প্রেম, ত্যাগ আর সম্পর্কের জটিল টানাপোড়েনের মধ্যে দিয়ে উঠে আসে জীবনের বাস্তব চিত্র। অতীতের ছায়া বর্তমানকে আচ্ছন্ন করে যখন ভালোবাসা, অপরাধবোধ ও ক্ষমার সীমানা মিলেমিশে যায় ঠিক তখনই গল্পটি নেয় অপ্রত্যাশিত মোড়ে। গল্পটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আমি আসলে এই ধরনের ভিন্ন ঘরানার গল্পেই অভিনয় করতে চাই। নিজেকে মনের মতো করে উপস্থাপন করা যায়। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। ভালো অভিনয় করেন তিনি। চরিত্রের ভেতরে সহজেই ডুবে যেতে পারেন। এর আগেও তারসঙ্গে অভিনয় করেছি। সবমিলিয়ে মেঘছায়া খুউব চমৎকার একটি নাটক হয়েছে। এনটিভিতে প্রচারের পর যেমন সাড়া পেয়েছি। পরবর্তীতে ইউটিউবে প্রচারের পরও একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শকের কাছে বিনীত আহ্বান রইলো নাটকটি দেখার জন্য।’
আরও পড়ুনএদিকে ফারিণের ইচ্ছে ছিলো এই বছরই সিনেমাতে অভিনয় করার। কিন্তু এই বছর আর আপাতত সিনেমাতে অভিনয় করা হচ্ছেনা। যদিও বা এর আগে ‘জংলি’,‘ দাগী’,‘ টগর’ সিনেমাতে অভিনয় করার জন্য প্রস্তাব এসেছিলো তার কাছে। কিন্তু সেই সময়টাতে সবকিছু মিলিয়ে তিনি প্রস্তুত ছিলেন না বিধায় সেসব সিনেমাতে তার অভিনয় করা হয়ে উঠেনি।
বে আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুতে তিনি সিনেমাতে অভিনয় করবেন। সিনেমাতে তিনি নাটকের চেয়েও ভালো করবেন বলেই তার ভক্ত, দর্শক ও শুভাকাঙ্খীদের প্রত্যাশা। ফারিণ খান অভিনীত সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘আজান’,‘ ফায়ার ফাইটার’,‘ রূপবান’,‘ মুহুর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’,‘ আবদার’,‘ মনের মাঝে তুমি’,‘ বন্ধুত্ব নাকী ভালোবাসা’, ‘অবশেষে তুমি আমি’,‘ সুইচ’,‘ আহারে জীবন’ ইত্যাদি।
মন্তব্য করুন

_medium_1761405935.jpg)
_medium_1761401797.jpg)
_medium_1761399422.jpg)
_medium_1761399138.jpg)





