প্রকাশ পেলো রফিকুল আলমের কন্ঠে নতুন দুই গান
অভি মঈনুদ্দীন : বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তী গায়ক রফিকুল আলমের কন্ঠে দীর্ঘদিন পর নতুন নতুন বেশ কয়েকটি গান প্রকাশ পেলো। যে কারণে এই মুহুর্তে গুনী এই সঙ্গীতশিল্পী নিজের প্রকাশিত গানগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে রফিকুল আলমের কন্ঠে ‘পাহাড়ের কান্না’ ও ‘সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে’ শিরোনামের দুটি গান।
কিছুদিনের ব্যবধানেই রফিকুল আলমের কন্ঠে এই দুটো গান প্রকাশিত হয়েছে। ‘পাহাড়ের কান্না’ গানটি লিখেছেন ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। ‘সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে’ গানটি লিখেছেন ফারুক আনোয়ার, সুর সঙ্গীত করেছেন সম্রাট আহমেদ। রফিকুল আলম জানান এই দুটি গানের আগে আরো দুটো মৌলিক গান প্রকাশিত হয়েছে। এই সময়ে এসেও যে তার কন্ঠে নতুন নতুন মৌলিক গান প্রকাশ পাচ্ছে, সে কারণে বেশ খুশী রফিকুল আলম। রফিকুল আলম বলেন,‘ পাহাড়ের কান্না ও সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে- দুটি গানেরই কথা আমার কাছে সত্যি সত্যিই খুউব ভালোলেগেছে। মৌলিক গান খুউব বেশি যে করা হয় এমনটি নয়। কিন্তু তারপরও এখনো যে মৌলিক করছি সেটাই আসলে অনেক ভালোলাগার। কারণ মৌলিক গান একজন শিল্পীর পরিচয়। মৌলিক গান দিয়েই একজন শিল্পী নিজের পরিচিতি গড়ে তুলে। যে কারণে মৌলিক গান প্রকাশ পেলে শিল্পীর নিজেরও খুউব ভালোলাগে। পাহাড়ের কান্না ও সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে দুটি গান নিয়েই আমি প্রত্যাশী। শ্রোতা দর্শকের কাছে অনুরোধ রইলো গান দুটি শোনার জন্য।’
১৯৪৮ সালের এই দিনে তিনি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুরে নানার বাড়িতে জন্মগ্রহন করেছিলেন। তার স্কুল জীবন শুরু হয় রাজশাহীর ভোলানাথ বিশেশ্বর হিন্দু একাডেমি’তে। এরপর রাজশাহী গভর্ম্যান্ট কলেজ পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সাইন্সে অনার্স ও ১৯৭২ সালে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ইংল্যাণ্ডের দেল্ধসঢ়;ফট ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। গানে রফিকুল আলমের হাতেখড়ি অনুপ ভট্টাচার্য্য’র কাছে।
পরবর্তীতে তিনি তার ভাই ডা. সারোয়ার জাহান, পণ্ডিত হরিপদ দাস, আব্দুল জব্বার খান, ওস্তাদ শগির উদ্দিন খানের কাছেও তালিম নেন। রবীন্দ্র সঙ্গীতে তিনি তালিম নিয়েছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় ও অজিত রায়ের কাছে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে, গানে নিজেকে পুরোপুরি শিক্ষিত করে ঠিকঠাক ভাবে গড়ে তুলেই গানের ভুবনে রফিকুল আলমের পথচলা শুরু হয়।
আরও পড়ুননায়ক রাজ রাজ্জাক অভিনীত ‘অতিথি’ সিনেমায় তিনি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘একটু যদি আজ’ গানটি গেয়ে সেই সময় বেশ সুনাম কুঁড়িয়েছিলেন। এরপর বহু সিনেমায় তিনি গান গেয়েছেন।
রফিকুল আলম জানান তিনি ২৮টি ভাষায় গান গেয়েছেন। ২০০’রও বেশি সিনেমায় তিনি প্লে-ব্যাক করেছেন। তার নিজের কাছেই সংরক্ষিত আছে দেশাত্ববোধক, আধুনিক’সহ বিভিন্ন প্রমোশনাল গান দুই হাজারেরও বেশি।
মন্তব্য করুন


_medium_1761401797.jpg)
_medium_1761399422.jpg)
_medium_1761399138.jpg)





