ক্যাম্পাসে হয় মাদক সিন্ডিকেট থাকবে না হয় ডাকসু থাকবে — জিএস ফরহাদ
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি (জিএস) এস এম ফরহাদ বলেছেন, “ক্যাম্পাসে হয় মাদক সিন্ডিকেট থাকবে, নতুবা ডাকসুই থাকবে — দুটো একসাথে চলতে দেবো না।” এই মন্তব্য তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার জানান।
ফরহাদ অভিযোগ করেন, বহিরাগতদের উপস্থিতি ও অনিয়মের কারণে ক্যাম্পাসে মোটিভেট করা কিছু গোষ্ঠী পুরনো মাদক ও অবৈধ লেনদেনের সিন্ডিকেট চালিয়েছে। প্রশাসনের অভিযান সেই সিন্ডিকেট ভাঙায় ব্যর্থ মতপন্থীরা নতুন বয়ান দিয়ে এবং হকারদের জড়ো করে মিছিল করিয়ে উত্তেজনা সৃষ্টি করছে বলে তিনি বলেন।
জিএস ফরহাদ বলেন, “ক্যাম্পাসের স্টেকহোল্ডার কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারী। অনিবন্ধিত দোকানদার, বহিরাগত মাদককারবারি কিংবা হকারদের কোনো ইস্যু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা ব্যক্তিজীবন নষ্ট করে ক্যাম্পাসকে নিরাপদ রাখার চেষ্টা করছি; অভ্যাগত হস্তক্ষেপ নেই সুবিধা নেই।”
আরও পড়ুনতিনি প্রশাসন ও সংশ্লিষ্ঠদের প্রতি বলেন—অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর থাকুন এবং ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা বজায় রাখুন। ফরহাদ জানান, ডাকসু ভূমিকা রেখে ক্যাম্পাসকে অবৈধ কার্যক্রম থেকে মুক্ত রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন


_medium_1761407622.jpg)







