সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘আমার দেশ’ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় দলের এক সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলকে আগামী মাস তার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনসংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সময়ের মধ্যে তিনি (ফয়সল) বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না। এর আগে গত ১৯ অক্টোবরের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন