ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : ‘পরিবেশের জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন’ এই স্লোগানে হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পরিবেশবাদী যুব সংগঠনের যুবক রিহাব হোসেন। ঢাকার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ শাখার গ্রীন ভয়েস কমিটির যুগ্ম আহবায়ক রিহাব গত ১৬ অক্টোবর সকালে পঞ্চগড় জেলার তেতুলিয়ার বাংলাবান্ধা থেকে যাত্রা শুরু করেন।

নওগাঁর পত্নীতলা উপজেলার তকিপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে রিহাব পায়ে হেঁটে ৬ দিনে ২৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে জয়পুরহাটে পৌঁছেছেন। একদিন যাত্রা বিরতির পর বৃহস্পতিবার সকালে তিনি টেকনাফের উদ্দেশ্যে জয়পুরহাট থেকে বগুড়ার পথে রওনা দেন।

রিহাব জানান, মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্যই তার এই কর্মসূচি। পাশাপাশি তিনি মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করছেন। এ ছাড়া প্রতিটি জেলায় তিনি একটি করে গাছও রোপন করছেন। তিনি বলেন,এ কর্মসূচি শুরুর পর পথে পথে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই নানা পরামর্শ দিয়েছেন। জোর করে খাবার দিয়েছেন।

আরও পড়ুন

দেশের মানুষরা যে এত ভালো, এ কর্মসূচি না নিলে হয়তো জানতেই পারতাম না। প্রতিটি জেলায় একটি করে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ নিয়ে মানুষের সাথে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করেন এই যুবক। তিনি বলেন,কাঁধে ২২ কেজি ওজনের লাগেজ নিয়ে প্রতিদিন ৫০ কিলোমিটার পথ হাঁটছি। একদিনে এর বেশি রান করা যায় না। বৃহস্পতিবার সকালে তিনি জয়পুরহাট ছেড়ে  বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

বগুড়া থেকে সিরাজগঞ্জ-টাঙ্গাইল ও সাভার হয়ে ঢাকা এবং ঢাকা থেকে ফেনি হয়ে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে টেকনাফে পৌছানোর পরিকল্পনা রয়েছে তার। পথে জেলা শহরগুলোতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর সদস্যদের সাথে নিয়ে একটি করে গাছ রোপন করবেন। ইতোমধ্যে ছেড়ে আসা জেলাগুলোতেও তিনি গাছ রোপন কর্মসূচি সম্পন্ন করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার

বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ হাটে তাবু টানিয়ে গরুর হাট

শপথ নিলেন চাকসুর নির্বাচিতরা

আগামী শিক্ষাবর্ষ থেকে বগুড়া এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু