ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে: রিজভী

বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে: রিজভী

জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা এ নগরকে গড়ে তোলেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে। পরিকল্পিত নগরী গড়ে তুলবে।

আজ বৃহস্পতিবার মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ পরিবারকে বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার অনেক কাজের মডেল হতো পারতো যা নির্বাচিত সরকার অনুসরণ করতে পারতো। বিএনপি ক্ষমতায় আসলে হেলথ কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলেও জানান তিনি।

ডেঙ্গু নিরসনে সরকারের মন্ত্রণালয়গুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন রিজভী। এ সময় মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক জানান, অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় বিএনপি পাশে থাকবে সবসময়।

দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা
আরেক অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীর-এর বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

আরও পড়ুন

মনন রেজা নীর চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার বিশ্বকাপ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়।

এসময় আমিনুল হক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ-ফুটবলার, ক্রিকেটার বা দাবাড়ু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা সবসময় এই প্রতিভাদের পাশে থাকার চেষ্টা করি। তাদের পড়াশোনা ও খেলাধুলার উন্নয়নে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আমিনুল হক এর আগে ক্ষুদে ফুটবলার মুনতাহাসহ একাধিক প্রতিভাবান ক্রীড়াবিদের বাসায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, বরং প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। আমরা চাই আগামী বাংলাদেশে খেলাধুলার প্রতিটি অঙ্গন নতুনভাবে আলোকিত হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার

বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ হাটে তাবু টানিয়ে গরুর হাট

শপথ নিলেন চাকসুর নির্বাচিতরা

আগামী শিক্ষাবর্ষ থেকে বগুড়া এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু