ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

গাজায় শান্তি প্রতিষ্ঠায় চুক্তি

গাজায় শান্তি প্রতিষ্ঠায় চুক্তি, প্রতীকী ছবি

আপাতত গাজায় শান্তি ফিরে এলো। নিত্যদিনকার ইসরায়েলি বোমা ও অভুক্ত থেকে মৃত্যুর হাত হতে রক্ষার জন্য শান্তি চুক্তি কার্যকর হলো। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে এই শান্তি চুক্তি স্থাপিত হওয়ায়, এটা যে টেকসই হবে সে ব্যাপারে একটা স্বস্তির ভাব পরিলক্ষিত হচ্ছে। শান্তি চুক্তির প্রথম ধাপের শর্ত হিসেবে গত সোমবার জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর জিম্মি হওয়া ইসরায়েলিদের মধ্যে জীবিত আছেন এমন ২০জনকে দাতব্য সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছে তেলআবিব। হামাস গাজায় আটক থাকা জীবিত সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এই মুক্তি বিনিময়ে ইসরাইল ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। এই বিনিময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অংশ। 
হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে এ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। চুক্তির নথিতে ট্রাম্প ছাড়াও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সহ আরও কয়েকজন বিশ্ব নেতা স্বাক্ষর করেছেন। মিসরের উপকূলীয় শহর শারম-আল-শেখে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দ্ইু বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল -হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির নতুন ভোর এনে দেবে। ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, এই চুক্তি টিকে থাকবেই। ডোনাল্ড ট্রাম্প উপস্থিত দেশগুলোর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে প্রথম সারিতে বসা ও আমার পেছনে দাঁড়ানো সবাইকে অভিনন্দন জানাতে চাই। ট্র্ম্পা বিশেষভাবে মিসর, পাকিস্তান, হাঙ্গেরি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অবদানের কথা স্বীকার করেন। 
এদিকে শুক্রবার থেকে যুদ্ধ বিরতি শুরু হওয়ার পর থেকে হামাস ধীরে ধীরে রাস্তায় তাদের লোকদের ফিরিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরামর্শ দিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত গাজায় পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য হামাসকে সাময়িকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়ার বলেছেন, তাদের দল নিরাপত্তা শূন্যতা হতে দেবে না এবং জনসাধারণের নিরাপত্তা ও সম্পত্তির পাহারা দেবে। 
স্মর্তব্য, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১। যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া  এদের মধ্যে উল্লেখযোগ্য। খুব শিগগির জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেক স্থায়ী সদস্য ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। ফ্রান্সের স্বীকৃতি পাওয়া গেলে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিরাপত্তা পরিষদের ৫ সদস্যের মধ্যে ৪ সদস্যই তালিকায় যুক্ত হবে। সর্বশেষ বলা যায়, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ৭৫ শতাংশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকার করে নিয়েছে। ফিলিস্তিনের সম্মানজনক পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি মানবিকতার দৃষ্টিকোণ থেকে সবাই দেখলেও বাস্তবে কিছুই করা যাচ্ছিল না। একের পর এক রাষ্ট্র, এমনকি বৃহৎ রাষ্ট্রগুলোও যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে চলেছে, তখন সংকট সমাধানের বিষয়টি আরও গুরুত্ব পাবে, সন্দেহ নেই। তদুপরি মিসরে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এই শান্তি চুক্তি-স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে অনেকটা এগিয়ে গেল। শান্তি চুক্তিতে যেসব শর্ত উল্লেখ আছে এগুলো প্রকৃতই সদিচ্ছার প্রকাশ, নাকি কোনো নতুন কৌশল-ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও তাদের সুহৃদরা নিশ্চয় তাদের সতর্ক পর্যালোচনা করবেন। মানুষ চায়-সব আগ্রাসন, হত্যা, ধ্বংস ও যুদ্ধের অবসান। ফিলিস্তিন-ইসরাইল দ্বি-জাতিভিত্তিক সমাধান বিশ্ববাসীর কাম্য। মিসরে স্বাক্ষরিত ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ তা নিশ্চিত করুক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত