ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

দুই বছর পর ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী

বিনোদন ডেস্কঃ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী অনেকটা সময় পর ফিরছেন বড় পর্দায়। দেশপ্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘সোলজার’। সেখানেই শাকিবের সঙ্গে দেখা যাবে ঐশীকে।

গত এক মাস ধরেই আলোচনা চলছিল শাকিব খানের সঙ্গে এই ছবিতে কে জুটি বাঁধবেন। অবশেষে জানা গেল দুই নায়িকার নাম। এতে শাকিবের নায়িকা হয়ে অভিনয় করছেন- তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই তথ্য।

নির্মাতা বলেন, গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। তানজিন তিশা তার প্রথম সিনেমায় কাজ করছেন আমাদের সঙ্গে। এটি আমাদের জন্য আনন্দের। আর ঐশী এরইমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি। এই ছবিতে যুক্ত হয়ে ঐশীও বেশ উচ্ছ্বসিত।

আরও পড়ুন

তিনি প্রত্যাশা করছেন, দর্শককে চমৎকার কিছু উপহার দিতে পারবেন। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন ঐশী। এরপর তিনি কাজ করেছেন নাটক-বিজ্ঞাপনে।

সর্বপ্রথম তাকে সিনেমায় দেখা যায় ২০২১ সালে। ওই বছর ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। তাকে সর্বশেষ ২০২৩ সালে দেখা গেছে আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর ঐশী

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

ঢাকার নিকুঞ্জে নতুন ব্রাঞ্চ চালু করলো ব্র্যাক ব্যাংক

মিসরে গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

‘আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে’

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র