ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শহিদ মিনারে অবস্থান, শিক্ষকদের ঢাকা না ছাড়ার ঘোষণা

শহিদ মিনারে অবস্থান, শিক্ষকদের ঢাকা না ছাড়ার ঘোষণা, ছবি: দৈনিক করতোয়া ।

২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে জনদুর্ভোগ এড়াতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সরে তারা কেন্দ্রীয় শাহদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার (১২ অক্টোবর) দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সেখানে কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সুনির্দিষ্ট আশ্বাস দিতে পারেননি। আমরা আর দেরি করতে চাই না। শিক্ষকরা দাবি আদায় না করে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন না। তিনি বলেন, আমরা ঢাকা ছাড়বো না। সবাই ঢাকায় থাকবো। প্রেস ক্লাবের সামনের এ সড়কটি সংকুচিত। এখানে আমাদের এ হাজার হাজার শিক্ষক অবস্থান করলে ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে। এজন্য জনদুর্ভোগ এড়াতে আমরা অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে চালিয়ে যাবো। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরাও ঢাকাতেই থাকবো।

আরও পড়ুন

এসময় ক্লাস বর্জনের ঘোষণাও দেন অধ্যক্ষ আজিজী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্যই আমরা। কিন্তু আমাদের মানবেতর জীবন নিয়ে সরকার তামাশা করছে। এজন্য আমাদের শিক্ষার্থীরাও আমাদের পক্ষে আছে। শিক্ষক-শিক্ষার্থীরা মিলেই আমরা মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে যাবো না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান