ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আবারো এক হবার অপেক্ষায় তারা

আবারো এক হবার অপেক্ষায় তারা

অভি মঈনুদ্দীন ঃ একটা সময় ছিলো যখন তারা সবাই প্রতিনিয়ত সিনেমার মুটিং-এ ব্যস্ত থাকতেন। বিশেষত বিএফডিসির কোনো না কোনো ফ্লোরে তাদের নতুন নতুন সিনেমার মুটিং হচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের প্রতিনিয়তই দেখা হচ্ছে। কিন্তু এখন তারা কেউই আর আগের মতো সিনেমায় কাজ করা নিয়ে ব্যস্ত নেই। কেউ বা আছেন দেশের বাইরে, কেউবা করছেন চাকরী, কেউ বা ব্যবসা নিয়ে ব্যস্ত আবার কেউবা পরিবার নিয়ে ব্যস্ত। যখন সবাই সিনেমাতে কাজ করা নিয়ে ব্যস্ত ছিলেন তখন তারা আবার সময় করে কারো না কারো বাসায় পারিবারিক আড্ডায় মেতে উঠতেন। কিন্তু এখন আর তেমনটা হয়ে উঠছেনা। তবে তেমন আড্ডায় যে আবার মেতে উঠতে চান না এমনটাও নয়। সময় সুযোগ পেলে আবারো তার গল্পে আড্ডায় মেতে উঠতে চান। এমনটাই জানালেন চিত্রনায়ক ওমরসানী, অমিত হাসান, আমিন খান, চিত্রনায়িকা মৌসুমী ও পূর্ণিমা।

একটা সময় ছিলো যখন বিশেষত ওমরসানী-মৌসুমীর বাসাতেই গল্প আড্ডা জমে উঠতো। আর তেমনি একটি আড্ডা সর্বশেষ ওমরসানী-মৌসুমীর রাজধানীর প্রিয়াঙ্কা সিটির বাসাতেই জমে উঠেছিলো। যেখানে একত্রিত হয়েছিলেন ওমরসানী-মৌসুমী, আমিন খান, অমিত হাসান ও পূর্ণিমা।

ওমরসানী বলেন,‘ সত্যি বলতে কী আমিতো আসলে এখন একটি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করছি। পাশাপাশি নিজের রেঁস্তোরা নিয়েও ভীষণ ব্যস্ত সময় পার করছি। রাজধানীর গুলশানে অবস্থিত গোল্ডস্যান্ডস গ্রুপের উপদেষ্টা হিসেবে খুউব ব্যস্ত সময় যেমন কাটে, অনুরূপভাবে চাপওয়ালার শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট-এর দুটি শাখা নিয়েও ভীষণ ব্যস্ত থাকতে হয়। সময় যে কখন পার হয়ে যায় টেরই পাইনা। ভালো আছি , আলহামদুলিল্লাহ। অবশ্যই ফেলে আসা দিনগুলো মিসকরি। অনেকের সঙ্গে দেখা হয়না বহুদিন।’

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘ সত্যিই ফেলে আসা দিনগুলো সুন্দর সুন্দর মুহুর্তগুলো খুউব মিসকরি। মিস করি আমার বাসার আড্ডাগুলো। কতো প্রিয় প্রিয় মুখগুলো আসতো, গল্প করতো, আবার যে কবে এমন আড্ডা দিতে পারবো তা একমাত্র আল্লাহই জানেন। তবে দেশ এবং দেশে প্রিয় প্রিয় মানুষদের খুউব মিস করি।’

আরও পড়ুন

আমিন খান বলেন,‘ ওয়ালটনের সাথে যুক্ত হবার পর থেকে অভিনয়ে আগের মতো নিয়মিত নেই। তবে গল্প আড্ডায় ডাকা হলে আমি তাতে যোগ দেই। কারণ সহশিল্পীদের প্রতি আমার ভীষণ ভালোবাসা রয়েছে সবসময়।’

অমিত হাসান বলেন,‘ কখনো আমেরিকা কখনো দেশে থাকি। দেশে থাকাবস্থায় দাওয়াত পেলে আমি যুক্ত হই গল্প আড্ডায়। তবে এটা সত্যি আগের মতো মুখরিত আড্ডা আর দেবার সুযোগ হয়ে উঠবে কী না জানি না। সবাইকে খুউব মিস করি।’

পূর্ণিমা বলেন,‘ জীবনের স্বর্ণালী সময় কাটিয়েছি চলচ্চিত্রে। চলচ্চিত্র পরিবারের কারো সঙ্গে দেখা হলে কথা হলে মন ভালো হয়ে যায়। এখনতো আমাদের সময়ের শিল্পীরা কাজই করছেন না। কাজের বাইরেও যে আমরা আড্ডা দিবো সেই সুযোগটিও নেই। কারণ অনেকেই দেশের বাইরে আবার দেশে যারা আছেন তারা অভিনয়ের বাইরে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তবে আমি গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী অধ্যায়ের একজন নায়িকা আমি। চলার পথে আমি আমার সিনিয়রদের সহযোগিতা পেয়েছি, পরামর্শ পেয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে পান ব্যবসায়ী হামেদের লাশ রেখে জমি দলিল : ১৯ ঘণ্টা পর দাফন

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন

বগুড়ার সোনাতলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়নি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে গুচ্ছগ্রাম

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন