৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট

বিনোদন ডেস্কঃ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিটি এ বছর ১৩টি পুরস্কার জিতে নজির গড়লেও অভিনয়ের বিভাগে একেবারে খালি হাতে ফিরেছে। অন্যদিকে, আলিয়া ভাট, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান তুলে নিয়েছেন বড় বড় ট্রফি। বিশেষ করে আলিয়া ভাটের জয় ছিল ঐতিহাসিক। ‘জিগরা’ ছবির জন্য পাওয়া সেরা অভিনেত্রীর পুরস্কারটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ার জয়, যা তাকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। ৬টি ফিল্মফেয়ার পেয়ে রেকর্ড করে আলিয়া ছাপিয়ে গিয়েছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী—কাজল এবং নূতনকে, যাঁরা দুজনেই পাঁচবার করে এই সম্মান পেয়েছিলেন। ‘জিগরা’-র জন্য পাওয়া এই পুরস্কার আলিয়াকে এনে দিয়েছে টানা তৃতীয় জয়।
এর আগে তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। দীর্ঘদিন ধরে এই রেকর্ড ছিল মীনা কুমারীর দখলে, যিনি ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থবার জয়ী হন। পরে নূতন এবং কাজল—দুজনেই পাঁচবার করে এই পুরস্কার জিতে ইতিহাসে জায়গা করে নেন।
আরও পড়ুনবিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের রয়েছে চারটি করে জয়, আর বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমির ঝুলিতে রয়েছে তিনটি করে সেরা অভিনেত্রীর ট্রফি। ‘জিগরা’-তে আলিয়ার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। ৮০ কোটি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে মাত্র ৫৫ কোটি। সমালোচকদের রিভিউ ছিল ইতিবাচক, কিন্তু দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় ‘জিগরা’।
মন্তব্য করুন