ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

মিসরে গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

মিসরে গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলন’ উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল রোববার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিৃবতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট এল-সিসি তাকে সম্মেলনে আসার নিমন্ত্রণ দিয়েছেন। সেই নিমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে সম্মেলনে যাবেন তিনি।

ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনেও মাহমুদ আব্বাসকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি যেতে প্রস্তুতও ছিলেন। তবে যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় সেই সম্মেলনে যেতে পারেননি আব্বাস।৮৯ বছর বয়সী আব্বাস ফিলিস্তিনের বৃহত্তম স্বাধীনতাকামী দল ফাত্তাহ-এর শীর্ষ নেতা। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন স্বাধীনতাকামী জোট প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ)-এর প্রধানও তিনি। ফিলিস্তিনের সরকার হিসেবে পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএ- আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত।

মাহমুদ আব্বাস এবং তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল ফাত্তাহ তীব্রভাবে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের বিরোধী। এক সময় গাজার প্রশাসনেও ক্ষমতাসীন ছিল ফাত্তাহ। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ফাত্তাহকে গাজা থেকে বিতাড়িত করে হামাস। সেই থেকে আর নির্বাচনও হয়নি গাজায়।গত ২৯ সেপ্টেম্বর যে শান্তি পরিকল্পনা পেশ করেছেন ট্রাম্প, সেখানে গাজার প্রশাসন থেকে হামাসের বিদায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় একটি অন্তর্বতী সরকার প্রতিষ্ঠার ব্যাপারে উল্লেখ রয়েছে। মাহমুদ আব্বাস ইতোমধ্যে বলেছেন , গাজায় অন্তর্বতী সরকার গঠনে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে আগ্রহী তিনি এবং পিএ জোট।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য এতে তীব্র আপত্তি জানিয়েছেন, তবে ট্রাম্প এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

মিসরে ট্রাম্প-সিসির গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ ২, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরে গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

‘আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে’

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, ভুল স্বীকার করলেন সালমান

বিধ্বস্ত গাজার জন্য ২৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যে

বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়ার