রংপুরের তারাগঞ্জে মাছ ধরার জাল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মাছ ধরার জাল ছেঁড়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের আট জন জখম হয়েছেন। আজ শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১টায় উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত দুইজনের জখম গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া ব্রিজের কাছে ক্যানেলে ওই গ্রামের জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম ওরফে ফকির সকালে মাছ ধরা জন্য জাল বসিয়ে রাখেন। দুপুরে শহিদুল ইসলাম তার পানিতে বসানো জাল তুলতে গিয়ে দেখতে পান জাল ছিঁড়ে ফেলা হয়েছে। এসময় তিনি গাল মন্দ করলে জাহিদুল ইসলামের পরিবারের লোকজনের সাথে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষের লোকজন বাড়ি থেকে দাঁ, বটি, ছুরি নিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হন। এতে নারী পুরুষসহ উভয় পক্ষের অত্যন্ত ৮জন জখম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুনআহতরা হলেন, শহিদুল ইসলাম ওরফে ফকির (৫২), তার ছেলে সিয়াম হোসেন (১৬), ফকিরের ভাই আনারুল ইসলাম (৪৫) ও আতাউর (৩২)। জাহিদুল ইসলাম (৪৮), তার ছেলে শাকিল (২৮) ও রিয়াদ (২৫) এবং শাকিলের স্ত্রী কামরুনাহার (২০)। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো: আরিফুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক হোসেন জানান, সংঘর্ষের ঘটনাটি কেউ জানায়নি। কেউ অভিযোগও এখন পর্যন্ত করেননি।
মন্তব্য করুন