গাইবান্ধার সাদুল্লাপুরে রোপা আমনক্ষেতে বালাই দমন পরামর্শে কৃষি কর্মকর্তারা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রায় ১৬ হাজার হেক্টরের বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে এসব ক্ষেতে কারেন্ট পোকাসহ বিভিন্ন বালাই দমনের জন্য মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের ভালো ফলন পেতে ছুটির দিনেও বসে নেই তারা।
আজ শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার রসুলপুর, জামালপুর, ফরিদপুরসহ সবগুলো ইউনিয়নে কৃষকদের নিয়ে খণ্ড-খণ্ডভাবে ক্যাম্পেইন করা হয়। এসময় রোপা আমন ক্ষেতের আগাম রোগ ও পোকা দমনে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্যর নির্দেশে বালাই দমন পরামর্শে মাঠে রয়েছেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান, রুহুল আমিন, শেখ সাদিসহ অনেকে।
আরও পড়ুনস্থানীয় কৃষক আব্দুল করিম মন্ডল বলেন, এ মৌসুমে এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ক্ষেতে যেন রোগ-বালাই কিংবা পোকামাকড় আক্রমণ করতে না পারে সে ব্যাপারে কৃষি কর্মকর্তাগণ পরামর্শ দিচ্ছেন। এতে করে ভালো ফলন পাওয়ার আশা করছি।
সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, রোপা আমন ক্ষেতে কারেন্ট পোকা দমনসহ বিভিন্ন বালাই দমনে আমরা মাঠে গিয়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করছি। একইসাথে ক্যাম্পেইনের মাধ্যমে তাদের সার্বিক পরার্মশ প্রদান করা হচ্ছে।
মন্তব্য করুন