চায়নায় স্পিড রোলার স্কেটিংয়ে বগুড়ার পৃথিবীসহ তিনজনের পদক লাভ

‘বেল্ট এন্ড রোড’ চায়না-এশিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. নাবীয়্যূন ইসলাম পৃথিবী স্পিড স্কেটিং প্রতিযোগিতার ৫শ’ মিটার স্পিড ইভেন্টে অংশ নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে।
এই ইভেন্টে বাংলাদেশের হয়ে মুনজির আফনান তৃতীয় এবং ফালিশা রুজবেহ (মেয়ে) ৫শ’ মিটার তৃতীয় স্থান লাভ করেছে। দীর্ঘ প্রায় সাত বছর পর আন্তর্জাতিক অঙ্গনে স্কেটিং নিয়ে মাঠে নেমে সাফল্য পেয়েছে বাংলাদেশি স্কেটাররা। আগামীকাল রোববার পৃথিবী এক হাজার মিটার প্রিন্ট রেস ইভেন্টে অংশ নিবে।
আরও পড়ুনমন্তব্য করুন