ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ব্যক্তিমালিকানার সম্পত্তি দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে তিন নারীসহ ৪ জন আহত হয়েছেন। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামে ঘটনাটি ঘটে। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন- রইছ উদ্দিন সরদার (৬০), রকিনা বিবি (৮০), রেহেনা বিবি (৫৫) ও রাজিয়া বিবি (৩০)। তাদের মধ্যে রইছ উদ্দিন ও রকিনা বিবিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী রানা বাবু বলেন, তাদের ব্যক্তিমালিকানার সম্পত্তি দিয়ে গ্রামের আব্দুস সামাদের নেতৃত্বে একটি পক্ষ দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের পাঁয়তারা করে আসছিল।

সম্প্রতি জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক গাছ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে মানববন্ধনের নামে সেখানে ভাড়াটিয়া লোকজন জড়ো করা হয়। অভিযোগ করে তিনি বলেন, মানববন্ধনে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য হারুন অর রশীদসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। পরে তারা অতর্কিতভাবে হামলা করে।

আরও পড়ুন

এতে চারজন আহত হন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সামাদের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, এলাকার লোকজনের ডাকে মানববন্ধনে অংশ নিয়েছিলাম। কর্মসূচি শেষ হওয়ার পর চলে এসেছি। পরে শুনেছি সেখানে মারামারি হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান