ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার : আল্লামা মামুনুল হক

বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার : আল্লামা মামুনুল হক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কেউ যদি আগামীর বাংলাদেশকে ইসলাম পন্থিদের এই ত্যাগ, কুরবানি, তাদের জুলুম এবং নির্যাতনের এই ইতিহাস মুছে ফেলে আবার যদি ৭২ এর ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেয়ার কোন পাঁয়তারা করে তাহলে রাজপথে মোকাবেলা করতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছেন। এই অন্যায় এবং অবিচারের মুখে ২৪ এর গণঅভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা, এদেশের ইসলামী রাষ্ট্রকামী জনতা অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।

তাদের শাহাদাতের বিনিময়ে ২৪এর বিপ্লব সফলতা লাভ করেছে। কাজেই আগামীর বাংলাদেশ এই কথাগুলোকে মনে রেখেই চলবে এবং আমরা সেভাবেই বাংলাদেশকে পরিচালনা করব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় আগামীর ইসলামের বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের কাছে আহ্বান জানাই।

আরও পড়ুন

পথসভায় আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এসএম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানীসহ অন্যান্য নেতাকর্মীরা। পথসভা শেষে তিনি বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান