ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, এরা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, বর্তমানে কেউ কেউ বিএনপির নেতাদের ছত্রছায়ায় প্রভাব বিস্তার করে আসছে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে।

এ ঘটনায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের বাবুপাড়া মহল্লার ওই পরিবারগুলো আতঙ্কে রয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই সাতটি পরিবার। নিরাপত্তা ও দোষীদের বিচার চেয়ে আজ শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেন ওই ৭টি পরিবারের সদস্য সহ এলাকার শতাধিক নারী ও পুরুষ। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়াশ গ্রামের বাবুপাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের সাতটি পরিবার শত বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে গ্রাম থেকে উচ্ছেদ ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন

অন্যদিকে অভিযুক্তসহ তাদের সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এ ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান