মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার : মহাস্থানগড় ফুটওভার ব্রিজের নিচে দখল করে যত্রতত্র দোকানপাট ও অবৈধ গাড়ি পার্কিং এরিয়ায় আজ শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় অভিযান চালানো হয়েছে। হাইওয়ে পুলিশ সুপার (এ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহর নির্দেশনায় ও কুন্দারহাট হাইওয়ে থানার (ওসি) হাফিজুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে ৪৬টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এসময় কুন্দারহাট হাইওয়ে থানার (ওসি) হাফিজুর রহমান জানান, ঐতিহাসিক মহাস্থানগড় এটি মাজার এলাকা। বিশেষ করে মহাস্থান ত্রি-মোহনী ফুটওভার ব্রিজ এলাকা গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। সেই ফুটওভারের নিচে যত্রতত্র দোকানপাট বসানো হয়েছে। সেই ফুটওভার ব্রিজের নিচে পথচারীদের চলাচলের পথ সুগম ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ দখল উচ্ছেদ করতে অভিযান পরিচালিত হয়।
ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং অনেক সময় তারা ঝুঁকি নিয়ে রাস্তার মাঝপথ দিয়ে পারাপার হতে বাধ্য হন। এ ধরনের দোকানগুলো প্রায়ই অপরিষ্কার থাকে এবং তা ফুটওভার ব্রিজের পরিবেশ নষ্ট করে। অনেকে ফুটওভার ব্রিজের স্থান অবৈধভাবে দখল করে দোকান তৈরি করে, যা সরকারি জায়গা দখলের শামিল।
আরও পড়ুনতিনি আরও বলেন, শুধু মহাস্থান নয়, হাইওয়ে পুলিশের আওতাধীন যে সকল ফুটওভার ব্রিজের নিচে দোকানপাট আছে সকল দোকান উচ্ছেদ করা হবে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এই অভিযানে মহাসড়কে চলাচলরত অবৈধ মোট ৬টি থ্রি-হুইলারের বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান করা হয়। এর ফলে থ্রি-হুইলারগুলো যাতায়াতের ক্ষেত্রে সার্ভিস লেন ব্যবহার করতে শুরু করে।
মন্তব্য করুন