ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি : চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে লংমার্চ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শনিবার (১১ অক্টোবর) সকালে শুরু করে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করে চিনিকল মাঠে জড়ো হন এনসিপি নেতাকর্মীরা। দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে থেকে শুরু হয় এই লংমার্চ। সেখান থেকে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন ইউনিয়নে লংমার্চ করে তেঁতুলিয়ায় প্রবেশ করে লংমার্চ।

লংমার্চে সারজিস আলম নিজে একটি পিকআপে চড়ে অংশ নেন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হয়।

পথিমধ্যে তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভা এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতি বিরোধী নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে সমাপনি বক্তব্য দেন সারজিস আলম।

এদিকে বিকেল ৫টায় তেঁতুলিয়া-পঞ্চগড়  মহাসড়কের তেঁতুলতলায় দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে পথসভায়’ প্রধান অতিথির বক্তব্য রাখেন। তেঁতুলিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী মো. হাবিবুর রহমান হাবীব এর সভাপতিত্বে সারজিস আলম বলেন, পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এখানকার জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ডাক্তারের অভাবে রোগীরা চিকিৎসা পায় না।

আরও পড়ুন

এছাড়া  তেঁতুলিয়া একটি পর্যটন জোন। এখানে কোন ডে কোচ এবং বিআরটিসি বাস আসে না।  আগামী ৭ দিনের মধ্যে তেঁতুলিয়ায় ডে কোচ আর বিআরটিসি বাস সার্ভিস চালু হবে। এতে যদি কেউ বাধা দেয় আর চাদা চায় তবে মিডিয়ার সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে।

সারজিস আলম আরও বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আপনাদের সমর্থন পেয়ে ক্ষমতায় গেলে পঞ্চগড়ের একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং নার্সিং কলেজ স্থাপন করা হবে। এছাড়া থানার ওসি, পুলিশের এসপি এবং জেলা প্রশাসকের কাছে কোন দলীয় লেজুড় ধরে আপনাদের সমস্যার জন্য যেতে হবে না।

এসময় পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন, বোদা উপজেলার প্রধান সমন্বয়ক শিশির আহাম্মদ, দেবীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মাসুদ পারভেজ, আটোয়ারী উপজেলার প্রধান সমন্বয়ক জয়েন উদ্দীন, পঞ্চগড় জেলা যুব শক্তির আহবায়ক আবু কায়েজ পঞ্চগড়ে জেলা যুব শক্তির সদস্য সচিব আল আমিন ও  জেলা যুব শক্তির ওয়াশিস উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান