ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

‘আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে’

‘আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য দএক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। যেখানে দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার কথা জানানো হয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি।তবে আলোচনায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলা নিয়ে। শুরুতে জানা গিয়েছিল আসন্ন আসরে থাকবেন না তারা। তবে কিছু নিয়ম পরিবর্তন করলে যোগ তারা দেবে বিপিএলে। এ ছাড়া তামিম ইকবালের খেলার ব্যাপারেও আশাবাদী দলটির মালিক মিজানুর রহমান। 

মিজান গণমাধ্যমে বলেন, ‘আমি মনে করি না এমন কোন বিষয় আছে (তামিম বিপিএলে খেলবে না) এবং আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কে (ক্রিকেট বর্জন) বলেছিল। যদি বিপিএল হয় তবে আমি তাকে খেলার জন্য অনুরোধ করব এবং আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে।’বিপিএল আয়োজনে সময় স্বল্পতার কথা বলে মিজান বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকে, তবুও আমাদের (খেলোয়াড়) কেনার জন্য প্রয়োজনীয় তহবিল এবং অন্যান্য প্রস্তুতি নিশ্চিত করে তাদের আনতে হবে। এই এক বা দেড় মাসের মধ্যে আমরা ২৪ ঘন্টা কাজ করলেও তা করতে পারব না। আমি একটি ভিন্ন স্লটের জন্য অনুরোধ করেছি এবং এখন দেখা যাক তারা কী বলে।’
 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে’

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, ভুল স্বীকার করলেন সালমান

বিধ্বস্ত গাজার জন্য ২৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যে

বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়ার

সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন