ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বিশ্বকাপের টিকিট কেটেছে ঘানা

বিশ্বকাপের টিকিট কেটেছে ঘানা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ঘানা। রবিবার আক্রায় গ্রুপ আই–এর শীর্ষে থেকে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়ার পর আফ্রিকার পঞ্চম দল হিসেবে তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। 

৪০ হাজার দর্শকে পরিপূর্ণ ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ঘানা। প্রথমার্ধেও বল দখলে এগিয়ে থাকে তারা। কিন্তু ধীর গতির ও অনুমিত আক্রমণে খুব একটা বিপদে পড়েননি কোমোরোস গোলরক্ষক আদেল আনজিমাতি-আবুদু।শেষ পর্যন্ত বিরতির পর মাঠে ফিরেই গোল পায় স্বাগতিকরা। ৪৭ মিনিটে টটেনহ্যামের মিডফিল্ডার কুদুসের গোলে এগিয়ে যায় ঘানা। গোলমুখে চেষ্টা করেও বল ক্লিয়ার করতে পারেনি কোমোরোস রক্ষণ। তখন নিচু ক্রসে ছয় গজ দূর থেকে বল জালে ঠেলে দেন কুদুস।

এই জয় ঘানার জন্য বাড়তি স্বস্তির। কারণ ২০২২ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) কোমোরোসই তাদের চমকে দিয়েছিল। এরপর বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডেও হেরে বসেছিল।

আরও পড়ুন

১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ আই–এর শীর্ষে ঘানা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে মাদাগাস্কার, যদিও শেষ ম্যাচে মালি তাদের ৪-১ গোলে হারিয়েছে।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ঘানাকে দেখা যাবে। তাদের সেরা সাফল্য ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়। সেবার কোয়ার্টার ফাইনালে গেলেও পেনাল্টি শুটআউটে উরুগুয়ের কাছে হারতে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের টিকিট কেটেছে ঘানা

মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মীর নাশকতার মামলা থেকে অব্যাহতি

হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে আজও চলছে যুক্তিতর্ক

ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু