চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু

মফস্বল ডেস্ক: চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপ্স) জামাল আল নাসের। গত শনিবার ও রোববার রাত ১২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত্যুরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মরহুম সামনের ছেলে লাল্টু (৪৫) ও একই গ্রামের মাঝেরপাড়ার নবীসদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০) ওই গ্রামের টাওয়ারপাড়ার ছমির উদ্দীন (৫৫), একই উপজেলার খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালী গ্রামের পূর্বপাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে লাল্টু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। মৃত ব্যক্তিরা পেশায় দিন মজুর ছিলো। ডিঙ্গেদহ এলাকার আলিম উদ্দিন সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।জামাল আল নাসের জানান, রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় এসে দুজন ব্যক্তি, অফিসার ইনচার্জ খালেদুর রহমানকে তাদের এলাকায় মৃত্যু খবর জানায়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তের নির্দেশে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিঙ্গেদহ এলাকার একজন ব্যবসায়ী বলেন, কিছু দিন আগে চুয়াডাঙ্গার পুলিশ সুপার গোলাম মওলার উপস্থিতিতে ওপেন হাউজ ডে তে এই এলাকায় রেক্টিফাইড স্প্রিরিটসহ মাদকদ্রব্য বেচাকেনার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরা হয়েছিলো।
আরও পড়ুনতখন সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানকে এ ব্যাপারে তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলেও তিনি তা আমলে নেননি। ওই সময় মাদককারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে এই মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব ছিলো।
মন্তব্য করুন