ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে তিন শতাধিক রান তাড়ায় নেমে জয়ের রেকর্ড ছিল কেবল একটি, শ্রীলঙ্কার। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। চলমান বিশ্বকাপে ভারতের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটের জয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অজিরা।

মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ লক্ষ্য ছুঁয়ে জয়ের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার। গত বছর পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০২ রানের লক্ষ্য ৩৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লরা ভলভার্টের ১৮৪ রানের ইনিংস ম্লান হয়ে গিয়েছিল চামারি আতাপাত্তুর অপরাজিত ১৯৫ রানের ইনিংসে।

অজিদের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা অ্যালিসা হিলির। ওপেনিংয়ে নেমে ১০৭ বলে করেছেন ১৪২ রান। ২১টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। এই রান করার পথে হিলিকে সঙ্গ দেন লিচফিল্ড (৪০), এলিস পেরি (৪৭*)। এর আগে ভারত ৪৮.৫ ওভারে অলআউট হয় ৩৩০ রানে। স্মৃতি মান্ধানা ৬৬ বলে ৮০ রান করার পথে নারী ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের রেকর্ডর সঙ্গে ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলকও। রাওয়াল করেন ৭৫ রান।

মান্ধানা ও রাওয়ালের বিদায়ের পর রান তোলার গতি হারায় ভারত। ৩০ ওভারে ১ উইকেটে ১৯২ রান তোলা দলটি ১৩৮ রান তুলতেই হারায় শেষ ৯ উইকেট। অস্ট্রেলীয় পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ৪০ রানে নেন ৫ উইকেট।

আরও পড়ুন

চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার এটি তৃতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষ। টানা দ্বিতীয় হারের পর ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত আছে তিনে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৮.৫ ওভারে ৩৩০ (মান্ধানা ৮০, রাওয়াল ৭৫, দেওল ৩৮, রদ্রিগেস ৩৩, ঘোষ ৩২; সাদারল্যান্ড ৫/৪০, মলিনু ৩/৭৫)।
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩৩১/৭ (হিলি ১৪২, পেরি ৪৭*, গার্ডনার ৪৫, লিচফিল্ড ৪০; চরণী ৩/৪১)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: অ্যালিসা হিলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

দেশপ্রেমে ভাসছে কৃষক ইমরানের ক্ষেত