ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ধানের শীষে আঁকা পতাকা

দেশপ্রেমে ভাসছে কৃষক ইমরানের ক্ষেত

ধানের শীষে আঁকা পতাকা: দেশপ্রেমে ভাসছে কৃষক ইমরানের ক্ষেত, ছবি: দৈনিক করতোয়া ।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের তরুণ কৃষক ইমরান হোসাইন যেন এক ভিন্ন গল্পের নায়ক। কৃষি তাঁর কাছে শুধু জীবিকা নয়, ভালোবাসার প্রকাশ, দেশপ্রেমের এক শিল্প। তাই তিনি ধানের জমিতে আঁকেছেন জাতীয় পতাকার প্রতিরূপ। সবুজ মাঠে লাল সূর্যের প্রতীক ফুটিয়ে তুলেছেন তাঁর নিপুণ কৃষিশিল্পে। দূর থেকে দেখলে মনে হয়, পতাকাটি যেন বাতাসে উড়ছেÑতবে সেটি কাপড় নয়, ধান গাছের শীষে আঁকা এক জীবন্ত পতাকা।

প্রায় ৪৫ শতক জমিতে দুই জাতের ধান চাষ করে ইমরান গড়ে তুলেছেন এই অনন্য ক্ষেত। সবুজ অংশে ব্যবহার করেছেন পাকিস্তানি লং বাসমতী ধান, আর মাঝের লাল সূর্যের জায়গায় রোপণ করেছেন বেগুনি রঙের পারপোল রাইস। তাঁর এই ভাবনাটা এসেছে দেশপ্রেম থেকেই। 

ইমরান বলেন, “দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রকাশ পেলে তা হৃদয়ে পৌঁছে যায়। এই জমি আমার কাছে শুধু ফসলের নয়, এটি আমার মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।” ইমরানের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন রশিদপুর গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিন ভিড় জমছে দর্শনার্থীদের। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁর এই সৃজনশীল প্রচেষ্টা। ফলে এলাকায় তৈরি হয়েছে এক ইতিবাচক পরিবেশÑযেখানে কৃষি শুধু জীবিকার মাধ্যম নয়, সৃজনশীলতারও প্রকাশ।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম বলেন, ইমরানের এই কাজ দেশপ্রেমের পাশাপাশি কৃষি উদ্ভাবনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করবে এবং দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেবে মাঠে, সমাজে ও মানুষের মনে।

আরও পড়ুন

দেশপ্রেম, সৃজনশীলতা আর কৃষির এক অপূর্ব সমন্বয়ে ইমরান হোসাইন দেখিয়েছেন, ভালোবাসা প্রকাশের ভাষা শুধু কবিতা বা গানে নয়Ñধানের শীষেও ফুটে উঠতে পারে এক পতাকার গল্প, এক মাতৃভূমির শ্রদ্ধাঞ্জলি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশপ্রেমে ভাসছে কৃষক ইমরানের ক্ষেত

সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

প্রিসিলা এবং রেমন্ডের আঘাতে মেক্সিকোতে ভারী বর্ষণ-বন্যায় নিহত ৪৪

নারী বিশ্বকাপে আজ জ্যোতিরা লড়বে প্রোটিয়াদের বিপক্ষে

গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তে আজ বসছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ