ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বিভিন্ন স্থানে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল

বিভিন্ন স্থানে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। একই সাথে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো এসংক্রান্ত আরও খবর-
পঞ্চগড় : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রংপুর : রংপুরে দুপুরে নগরীর জুলাই চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুলিশ লাইন্স মোড়, কাচারি বাজার প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জামায়াতের রংপুর জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দ রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রধান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাব্বানী ও মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর শাখার সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, অধ্যাপক আবুল হাসেম বাদল প্রমুখ।

রাজশাহী : রাজশাহী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা জামায়াতের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আফিয়া আখতারের হাতে স্মারকলিপি তুলে দেন। এর আগে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনের অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান লিটন ও জেলা জামায়াতের নেতাকর্মীরা।

আরও পড়ুন

পাবনা : পাবনায় সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে পাবনা শহিদ চত্বরে সমাবেত হয় জামায়াতের নেতাকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ।

নওগাঁ : নওগাঁয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। সকালে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে এ স্মারকলিপি দেন দলটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী আ স ম সায়েম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন প্রমুখ।

নাটোর : নাটোরে সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনটির নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক আসমা শাহীনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন স্থানে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল

বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কেজি মাছ জব্দ

বগুড়ার শাজাহানপুরে পান ব্যবসায়ী হামেদের লাশ রেখে জমি দলিল : ১৯ ঘণ্টা পর দাফন

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন

বগুড়ার সোনাতলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়নি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে গুচ্ছগ্রাম