ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে শীতকালীন আগাম জাতের সবজি চাষের ধুম

বগুড়ার শিবগঞ্জে শীতকালীন আগাম জাতের সবজি চাষের ধুম। ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : উত্তরাঞ্চলের শাকসবজি চাষের প্রধান এলাকা হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ উপজেলা। ভালো দাম পাওয়ার আশায় এ অঞ্চলের কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন।

ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, চাষাবাদের বিশাল কর্মযজ্ঞ। চাষিরা কেউ চারা রোপণ করছেন, কেউ নিড়ানি দিয়ে আগাছা পরিস্কার করছেন, কেউ পরিচর্যা করছেন। বেশি লাভের আশায় তারা আগেভাগেই ফুলকপি, মুলা, শিম, বাঁধাকপি, টমেটো, লালশাক, পালংশাক, পুঁইশাক বিভিন্ন শীতের সবজি চাষ করছেন। শীত শুরুর আগেই বাজারে সবজি তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে এই আশায় আগাম সবজি চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় রবি শষ্য চাষ করা হয়েছে ২১২০ হেক্টর জমিতে। এরমধ্যে ফুলকপি ৩৯০ হেক্টর, বাঁধাকপি ৯০ হেক্টর, মূলা ৩২০ হেক্টর, শিম ৪০ হেক্টর, টমেটো ৪৫ হেক্টর, ডাটা ১২৫ হেক্টর, লালশাক ১১৯ হেক্টর, পুঁইশাক ৮৮ হেক্টর ও কলমিশাক ৮৯ হেক্টর। যার উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৪৪ হাজার ১২৬ মেট্রিকটন।

আরও পড়ুন

কৃষক রবিউল ইসলাম বলেন, ১ বিঘা জমিতে ক্যাপ্টেন জাতের হাইব্রিড ফুলকপি চাষে মোট ৪০ হাজার টাকা খরচ হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে কপি বাজারজাত করতে পারবো। দাম ভালো থাকলে ১ লাখ টাকা আসবে।

আরেক কৃষক মুন্নু মিয়া জানান, শীত শুরুর আগেই বাজারে সবজি তুলতে পারলে মুনাফা করতে পারবেন। কিন্তু বাজারে সার, বীজ ও কীটনাশকের দাম বেশি থাকায় চিন্তিত তিনি। উপজেলা কৃষি  কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আগাম সবজি চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ এবং কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি আধুনিক বিভিন্ন প্রযুক্তি যেমন-ফেরোমন, ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ উপায়ে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে আগাম রবি সবজির অবস্থা বেশ ভালো এবং ফলন ও ভালো হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বগুড়ার শিবগঞ্জে শীতকালীন আগাম জাতের সবজি চাষের ধুম

বিভিন্ন স্থানে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল

বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কেজি মাছ জব্দ

বগুড়ার শাজাহানপুরে পান ব্যবসায়ী হামেদের লাশ রেখে জমি দলিল : ১৯ ঘণ্টা পর দাফন

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন