ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার

দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ থাকার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে রোববার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে ময়মনসিংহ থেকে সব সড়কে সব ধরনের বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন ভোগান্তি ও জনদুর্ভোগ লাঘবে এক জরুরি সভা শেষে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসনের আহ্বানে এই সভায় জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করেন।
সভা শেষে রাত ৯টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম। তিনি জানান, জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনের লক্ষ্যে ৬ সদস্যের একটি কমিটি কাজ করবে। তাদের প্রস্তাবনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তবে অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সভাপতি মো: আলমগীর মাহমুদ আলম বলেন, আলোচনার মাধ্যমে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে স্বাভাবিকভাবে সব সড়কে সব ধরনের বাস চলাচল করবে। এতে কোনো ধরনের যাত্রী ভোগান্তি থাকবে না বলে আশা করছি।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জের ধরে আজ সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রীদের মধ্যে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়।
মন্তব্য করুন