ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

হংকংয়ে অনুশীলনে পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না হামজারা

হংকংয়ে অনুশীলনে পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না হামজারা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : হংকংয়ে প্রথম দিন হামজাদের যে মাঠে অনুশীলনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তা ছিল টিম হোটেল থেকে প্রায় ১ ঘণ্টা দূরের পথ। তাছাড়া তাই প্রো গ্রাউন্ডের আউটফিল্ডও অনুশীলনের জন্য অনুকূল ছিল না। তবে এসব নিয়ে অবাক নন বাংলাদেশ দলের খেলোয়াড় সোহেল রানা। 

‘আমরা জানতাম যে ওরা এমনটা করতে পারে। আগের দিন যেখানে নিয়ে যাওয়া হয়েছিল অনুশীলনের জন্য, সেই মাঠ ভালো ছিল না। আজ (গতকাল) যেখানে এসেছি সেটাও একই রকম, খুব ভালো না। তবে এসব নিয়ে আমরা চিন্তিত নই। কারণ মাঠের বাইরে ওরা যে আমাদের সঙ্গে এমনটা করবে, তা ধরে নিয়েই এখানে এসেছি। এসব ব্যাপার আমরা খেলার সঙ্গে মেলাতে চাচ্ছি না।’ 

আরও পড়ুন

ফিফা ও এএফসি’র নিয়ম অনুযায়ী অতিথি দলকে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে আতিথেয়তা দেবে স্বাগতিক ফুটবল সংস্থা। সেই হিসাবে বাংলাদেশ দল একটু আগেই হংকং গেছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তবে গতকাল থেকে হংকংয়ের আতিথেয়তা দেওয়া শুরু হয়েছে, যা কিনা প্রতিপক্ষকে মাঠের বাইরে অস্বস্তিতে রাখছে। তবে দলের সবাইকে এসব ব্যাপার থেকে আগলে রাখছেন হামজা চৌধুরী। ‘হামজা হয়তো অধিনায়কত্ব করছেন না, তবে তিনি অধিনায়ক ছাড়াও যেভাবে দলের সবাইকে অনুপ্রেরণা দিচ্ছেন, তাতে করে আমরা অনেক কিছু শিখছি। তিনি অধিনায়ক হলে ভালো, তবে কে অধিনায়ক, কে অধিনায়ক না, তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় না।’ 

এই মুহূর্তে দলের অলিখিত অধিনায়ক যে হামজাই, তা সোহেল রানার কথাতেই স্পষ্ট। তার বিশ্বাস ঢাকায় করা ভুলগুলো শোধরাতে পারলে হংকংয়ে জয় পাওয়া সম্ভব। ‘প্রথম দিন আমরা রিকোভারি সেশন করেছি। এখন আমাদের পরিকল্পনা মঙ্গলবারের ম্যাচ নিয়ে। ভালো খেলতে পারলে ওদের বিপক্ষে জেতা সম্ভব। ওরা নিশ্চিতভাবেই হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে, তবে আমরাও প্রস্তুত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হংকংয়ে অনুশীলনে পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না হামজারা

পাঁচ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : অর্থ মন্ত্রণালয়

ইসি’র সঙ্গে বৈঠকে জামায়াত

স্পেন-আর্জেন্টিনার ফাইনালিসিমার তারিখ ও ভেন্যু প্রকাশ

গাজায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

বরখাস্ত হলেন ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল