নওগাঁর পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড় নামক স্থানে সড়কে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মোশানতলা মোড়ে সন্ধ্যা ৭টার পর গাছ ফেলে দু’দিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবানের পথরোধ করা হয়। ডাকাতরা প্রায় ঘন্টাব্যাপী যানবাহনে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা, শরীরে থাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বেশ কয়েকজন তাদের কাছে থাকা জিনিসপত্র দিতে না চাইলে তাদেরকে মারপিটে আহত করে ডাকাতরা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহত প্রায় ২০ জন নারী-পুরুষকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। আর ডাকাতি হয় সন্ধ্যা থেকে রাতভর। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা রহস্যজনক। এলাকাবাসী জানান, মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ওই সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলেও জানান এলাকাবাসী।
আরও পড়ুনএ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি এবং থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।
মন্তব্য করুন