ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

রংপুরে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও র‌্যালি 

রংপুরে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও র‌্যালি, ছবি: দৈনিক করতোয়া।

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গ্যাসের মাধ্যমে বাড়িতে, রান্না ঘরে এবং অফিস আদালতে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তা নেভানো যাবে সে বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি। 

আরও পড়ুন

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, সদর পিআইও মনিমুল হক, ওয়ার্ল্ড ভিশন রংপুর সিনিয়র ম্যানেজার উত্তম দাস প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও র‌্যালি 

হজের নিবন্ধনের সময় শেষ, পূরণ হয়নি কোটা

হংকংয়ে অনুশীলনে পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না হামজারা

পাঁচ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : অর্থ মন্ত্রণালয়

ইসি’র সঙ্গে বৈঠকে জামায়াত

স্পেন-আর্জেন্টিনার ফাইনালিসিমার তারিখ ও ভেন্যু প্রকাশ