ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের বিপণী বিতানগুলোয় পূজার কেনাকাটা করতে ক্রেতাদের ভিড়

দিনাজপুরের বিপণী বিতানগুলোয় পূজার কেনাকাটা করতে ক্রেতাদের ভিড়। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে শেষ সময়ে জমে উঠেছে দুর্গাপূজার কেনাকাটা। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবে মনের মতো পোশাক কিনতে দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা। গত কয়েকদিন ধরে পোশাকের দোকানগুলোয় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা মিলছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আগামীকাল ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এদিনও কেনাকাটার ধুম চলবে বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা।

দিনাজপুর শহরসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, বরাবরের মতো এবারও পূজার বাজারে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি, স্যান্ডেল, শার্ট-প্যান্ট, মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস, শাড়ি এবং বাচ্চাদের রকমারি পোশাক পাওয়া যাচ্ছে। দিনাজপুর শহরের মালদহপট্টি, জেল রোডস্থ রেইনবো মার্কেটসহ বিভিন্ন এলাকার বিপণী বিতান ও দোকানগুলোয় ভিড় সবচেয়ে বেশি।

বিক্রেতারা জানান, মেয়েদের বিভিন্ন থ্রি-পিস ১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইদামে পাওয়া যাচ্ছে শাড়িও। তবে বাজারে ২০ থেকে ৩০ হাজার টাকার দামি শাড়িও কিনছেন কেউ কেউ। ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ৮শ’ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন মানের শার্ট-প্যান্ট বিক্রি হচ্ছে নানা দামে। এছাড়াও পোশাকের পাশাপাশি জুতা, জুয়েলারি ও প্রসাধনী সামগ্রীও বিক্রি হচ্ছে সমানভাবে।

আরও পড়ুন

মালদহপট্টি এলাকার দু’জন ব্যবসায়ী জানান, দেশে বর্তমান পরিস্থিতিতে দুর্গাপূজার বাজার কেমন হয়, এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল। তাই অনেকে ভয়ে ভয়ে পূজার বাজারে নতুন কাপড় এনে পসরা সাজিয়ে রেখেছিলেন। তবে ব্যবসায়ীদের আশঙ্কা দূর করে ক্রেতারা ঠিকই দোকানে ভিড় করছেন। বিক্রিও হচ্ছে প্রচুর। পূজার দিন যতই এগিয়ে আসছে, বিক্রি ততই বাড়ছে।

মার্কেটে আসা কয়েকজন ক্রেতারা জানান, বছরের সবচেয়ে বড় পূজা এই দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে তাই নতুন পোশাকের পাশাপাশি নানা প্রসাধনী সামগ্রীও কিনছেন তারা। দুর্গাপূজায় নতুন জামা পড়ে মন্ডপে মন্ডপে ঘুরতে একের অধিক পোশাক কিনছেন অনেকে। এ পূজায় শাড়ির চাহিদাও অনেক। এছাড়া ছেলেদের পাঞ্জাবি ও শার্ট-প্যান্টের দোকানে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে নীল দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের কদর দেশ ও বিদেশে বৃদ্ধি পাচ্ছে

বিশ্বমানের চক্ষু চিকিৎসায় ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন

গ্যাস সংকটের সমাধান

চাল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি

রংপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি

বগুড়ার শাজাহানপুরের মন্ডপে মন্ডপে চলছে রং তুলির কাজ