ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্রেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বগুড়াসহ উত্তরাঞ্চলের জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বগুড়া জেলার শাখার কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুন নূর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের। আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: ইউনূছ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানী, জামায়াত নেতা মাওলানা আব্দুর জোব্বার, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা এমদাদুল হক, অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, ইদ্রিস আলী, রশিদুল ইসলাম রিপন, আহসান হাবীব পল্টু, ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন, নাকিব রায়হান, আব্দুস সালাম প্রমুখ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলা জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে কাহালু বাজার রেলওয়ে বটতলায় এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪আসনে জামায়াত মনোনিত এম’পি প্রার্থী ড.মোস্তফা ফয়সল পারভেজ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস শাহীদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মিজানুর রহমান, জেলা কর্ম পরিষদের সদস্য কাহালু সদর ইউ’পির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.শহিদুর রহমান সবুজ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি মন্জুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা,উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারি সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন,প্রভাষক আব্দুল মোমিন প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিলও সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখন বগুড়া-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী।

উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, অফিস সেক্রেটারি অধ্যাপক গাজীউর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি খন্দকার আতিকুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, মাওলানা ফজলুর রহমান, শাজাহানপুর শহর শিবিরের সভাপতি আবু সাইম প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী বগুড়ার শিবগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  শহীদ মীর মুগ্ধ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাও,আলমীগর হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলাল উদ্দিন,  মাওলানা মো. মোয়াজ্জেম হোসন,সাদিকুর রহমান, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাসুদ চৌধুরী, মনোনিত মেয়র পদপ্রার্থী আব্দুল হালিম বিপ্লব, কর্ম পরিষদের সদস্য মাওলানা রেজাউল করিম, জাকির হাসান, এড: শাকিল আহম্মেদ, মাওলানা সুলতান মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন,আনোয়ার হোসেন প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে স্থানীয় মাদ্রাসা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দীন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, মাওলানা রেজাউল করিম, মাওলানা আনোয়ারুল ইসলাম, সাদিকুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি তাদের দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠ চত্বরে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক নাজিম উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী এড. দলিলুর রহমান, জেলা কর্ম পরিষদের সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, জামায়অত নেতা এনামুল হক মন্ডল, জাহিদুল হক প্রমুখ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন উপজেলা শাখার আয়োজনে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাসট্যান্ড শাহী জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো শাহী জামে মসজিদের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর আগামী সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড.আব্দুল হালিম।

মাওলানা মোঃ নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যাপক মোঃ আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হক, আঃ মান্নান, বজলুর রহমান, ইফতেখার আলম, আমিনুল ইসলাম , আঃ খালেক  প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মীর মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্ব ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য  প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, গোলাম রাব্বানী, শেখ সাদী, আব্দুস সাত্তার, মনিরুল  ইসলাম মনির, আব্দুল মোমিন, রাশেদুল ইসলাম, রাকিব প্রমুখ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী উপজেলা জামায়াত বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নায়েবী আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোর্শেদূর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াদুদ পুটু প্রমুখ। অপরদিকে গাবতলী শাখার উদ্যোগে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একই দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম : সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে ঘোষপাড়ায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়তের আমির মাওলানা আব্দুল মতিন ফারকী বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই পিআর পদ্ধতি এ দেশের গণমানুষের দাবি। এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে পিআর পদ্ধতি ব্যবস্থা করুন।

আরও পড়ুন

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের জামায়াতের প্রার্থী এড. ইয়াছিন আলী, সহকারী  সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ মিয়া, জেলা শিবির সভাপতি মো: মোশারাফ হোসেন প্রমুখ।

নওগাঁ : আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তাজের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আ.স.ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা সেক্রটারি এ্যাড. আব্দুর রহিম বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নাটোর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় নাটোর জেলা জামায়াতের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও জেলা সেক্রেটারি সাদেকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : বিকেলে উপজেলা শাখার উদ্যোগে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

ব্যানার, প্ল্যাকার্ড, দাঁড়িপাল্লা প্রতীকসহ বিভিন্ন স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন।

নবাবগঞ্জ (দিনাজপুর) : জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিকেলে উপজেলার একাত্তর চত্বর থেকে একটি মিছিল বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাত্তর চত্বরে এসে মিলিত হয়ে সমাবেশ করে। সমাবেশে জামায়াতের দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাট উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিকেলে ধামইরহাট বাজার ফুটবল মাঠ থেকে গণমিছিল বের হয়ে আমাইতাড়া বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো.এনামুল হক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো. মারুফ আহমেদ প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন তাড়াশ রায়গঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী ড: আব্দুস সামাদ। মিছিল শেষে খেলার মাঠে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ. ম. সাকলায়েন সেক্রেটারি মো: সাজাহান আলী, প্রভাষক আবুল বাশার ও মো: ইউনুস আলী।

ফুলছড়ি (গাইবান্ধা) : ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে¢ গিয়ে শেষ হয়। এখানে ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা আবুল খায়ের প্রমুখ।

কিশোরগঞ্জ (নীলফামারী) : কিশোরগঞ্জে বিকেলে জামায়াতের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- নীলফামারী-৪ আসনের জামায়াতের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, উপজেলা আমির আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, রংপুর মহানগর ছাত্র শিবির সভাপতি নুরুল হুদা, উপজেলা শিবির সভাপতি মুজাহিদ প্রমুখ। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পশু হাসপাতাল মোড়ে শেষ হয়।

বিরল (দিনাজপুর) : বিরল উপজেলা জামায়াতের আমির মাওলানা হাফেজ আব্দুর রশিদের নেতৃত্বে বিরল সেন্ট্রাল মাদ্রাসার গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী একেএম আফজালুল আনাম।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা আমির মাওলানা হাফেজ আব্দুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা সভাপতি মো. নাজমুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুর রহমান প্রমুখ।

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহিদ মিনার মাঠে উপজেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।  উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন সরকার প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে উপজেলা জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জামায়াতে ইসলাম আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের জামায়াত প্রার্থী মো. খবিরুল ইসলাম, জামায়াতের আমির ডা. আনজির হোসেন, সেক্রেটারি শামীম হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাছ।

অপরদিকে বিক্ষোভ মিছিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাণীনগর রেলওয়ে স্টেশন রোডে সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ, আত্রাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও শহর শাখার আয়োজনে সকালে শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কস্থ স্মৃতি অম্লান চত্বরে (জিআরপি মোড়) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর শহর আমির মো. শরফুদ্দিন খান প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে সমাবেশে মিলিত হয়। জামায়াতের উপজেলা আমির শহিদুল ইসলাম মনজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সামিউল ইসলাম প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান, জামায়াত নেতা আবু ইসহাক, জিয়াউল হক জিয়া, মাস্টার আব্দুল খালেক, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আমিনুল ইসলাম, আয়ুব আলী  প্রমুখ। এসময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

হাকিমপুর (দিনাজপুর) : হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো: সাইদুল ইসলাম সৈকত, হাকিমের পৌর জামায়াতের আমির মো: সাইফুল ইসলাম প্রমুখ।

তারাগঞ্জ (রংপুর) : তারাগঞ্জে সন্ধ্যায় উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নতুন চৌপথী থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন- জামায়াতের রংপুর জেলার শূরা ও কর্ম পরিষদের সদস্য আব্দুল হান্নান খাঁন, উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোদের তীব্রতা শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের জীবন ও জীবিকাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ - সচিব মো: সাইফুল্লাহ পান্না

জয়পুরহাটের আক্কেলপুরে তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু : নারকেলের নাড়ু না থাকলে যেন জমেই না পূজার ভোজ