ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন। ছবি : দৈনিক করতোয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের পাশে বহমান ফুলজোড় করতোয়া নদীতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ ২০২৫ ফাইনাল পর্ব। কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দীন স্মৃতি সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এম. আকবর আলী। এ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার মোট ১৪টি পানসি নৌকা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে উল্লাপাড়া উপজেলার কৌবর্তগাঁতী গ্রামের একতা এক্সপ্রেস প্রথম, পাবনা জেলার স্বপ্নের তরী এক্সপ্রেস দ্বিতীয় এবং শাহজাদপুর উপজেলার আল মদিনা এক্সপ্রেস তৃতীয় স্থান লাভ করে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার। এ সময় প্রধান অতিথি এম. আকবর আলী বিজয়ী নৌকার মালিকদের হাতে যাথাক্রমে ১২৫ সিসি, ১০০ সিসি ও ৮০ সিসি মোটরসাইকেল তুলে দেন।

আরও পড়ুন

এছাড়া অংশগ্রহণকারী অপর ১১ নৌকার মালিকদের হাতে এলইডি টিভি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবিকা লায়ন মোমেনা আলী, বাইচ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, সাবেক কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোদের তীব্রতা শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের জীবন ও জীবিকাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ - সচিব মো: সাইফুল্লাহ পান্না

জয়পুরহাটের আক্কেলপুরে তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু : নারকেলের নাড়ু না থাকলে যেন জমেই না পূজার ভোজ