যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলা নিয়ে বিরোধ
চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার মালিকরাই বন্ধ করে দিলেন দূরপাল্লার যাত্রীবাহী বাস

নাটোর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে আবারও বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাস। এবার মালিকরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। জানা গেছে, সম্প্রতি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দু’দফা কর্মবিরতি দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলো চালক, হেলপার ও সুপারভাইজার’রা। এবার শ্রমিকদের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করা দূরপাল্লার বাস আবারও বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নাটোর থেকে গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে। শহরের হরিশপুর বাস টার্মিনালে এসে এসব পরিবহনের কাউন্টার বন্ধ পান যাত্রীরা। ফলে ভিআইপি বাসের টিকিট না পেয়ে বিকল্প হিসেবে লোকাল বাসে তারা গন্তব্যে যাচ্ছেন।
আরও পড়ুনবাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানান, শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে গত মঙ্গলবার ঢাকায় তাদের সঙ্গে সভা হয়েছে। তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। এখন শ্রমিক’রা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছে। খোরাকি ভাতা দাবি করছে। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না। এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ শুরু হয়েছে।
মন্তব্য করুন