ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। তাদের আমলে মানুষ মুখ খুলতে পারেনি। জোর জুলুম আর নির্যাতনের বিভীষিকাময় অধ্যায়ের সৃষ্টি করেছিল। তাই এদেশের ১৮ কোটি মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী বিশাল সমাবেশে উপরোক্ত কথা বলেন।

দিগদাইড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, যুবদল নেতা রাশেদুজ্জামান হান্নান, রেজাউল করিম, জিএম আলী হাসান নারুন, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, বিটুল মিয়া, রুবেল মিয়া প্রমুখ।

আরও পড়ুন

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, এদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। কারন হিসেবে তিনি বলেন, বিএনপি এদেশের খেটে খাওয়া অভাবী মানুষের দল।

বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। মানুষ দু’বেলা দু’মুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। আমাদের সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। যাতে করে কোন ষড়যন্ত্রকারী চোরাগুপ্ত হামলা করতে না পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোদের তীব্রতা শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের জীবন ও জীবিকাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ - সচিব মো: সাইফুল্লাহ পান্না

জয়পুরহাটের আক্কেলপুরে তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু : নারকেলের নাড়ু না থাকলে যেন জমেই না পূজার ভোজ