ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজন নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজন নিহত। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপুল মিয়া (৩৮) এবং তার ছেলে বিপ্লব মিয়া (৫) নিহত হয়েছে। এ ঘটনায় চালক শুকুর আলীও (৪০) নিহত হয়েছে। একই ঘটনায় বিপুল মিয়ার মেয়ে রুপা মনি (৯) এবং তার স্ত্রী মমতা বেগম (৩২) গুরুতর আহত হয়েছে।

নিহত বিপুল মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা কুটিবাড়ী এলাকার বিমল মিয়ার ছেলে। অপরদিকে চালক শুকুর আলী শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় সারিয়াকান্দি বগুড়া সড়কে এ ধরনের ঘটনা ঘটেছে। আহত মা ও মেয়ে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বিপুল মিয়া পরিবারসহ ঢাকা থেকে ভোরে বগুড়ায় আসে। বগুড়া শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সারিয়াকান্দি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সকাল ৮ টার দিকে সারিয়াকান্দির ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছুলে বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সারিয়াকান্দি থানার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা ছেলে এবং চালককে মৃত বলে ঘোষণা করেন। পরে গুরুতর আহত অবস্থায় মা এবং মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহতরা আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছে। আহত দু'জনের অবস্থাও আশংকাজনক। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোদের তীব্রতা শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের জীবন ও জীবিকাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ - সচিব মো: সাইফুল্লাহ পান্না

জয়পুরহাটের আক্কেলপুরে তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু : নারকেলের নাড়ু না থাকলে যেন জমেই না পূজার ভোজ