রংপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি

রংপুর জেলা প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর ও হেনস্তার ঘটনায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে বদলি করা হয়েছে। তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির আদেশ জারি করা হয়। এরআগে এ ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আরও পড়ুনবদলিকৃতরা হলেন, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময়। এদিকে সাংবাদিক অপহরণ, মারধর ও হেনস্তার ঘটনায় করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মন্তব্য করুন