বিশ্বমানের চক্ষু চিকিৎসায় ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন

বাংলাদেশের চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোডে যাত্রা শুরু করল এরিস্টো আই হসপিটাল লিমিটেড। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং এরিস্টো আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এম. এ. হাসান। এ সময় এরিস্টোফার্মার পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এরিস্টো আই হসপিটাল বাংলাদেশের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
আরও পড়ুনঅনুষ্ঠানে বিপুল সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তি এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথি ও সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিশেষে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
মন্তব্য করুন