২ হাজার ৮০০ সিসির জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও এটি সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে আমদানি করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এশিয়ান ইমপোর্টস লিমিটেড গাড়িটি দেশে আনে।
দেশে এল তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ গাড়ি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেনা বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটি দেশে পৌঁছেছে। রেজিস্ট্রেশন-ফিটনেস অনুমোদনও হয়েছে সেই গাড়িটির। শুল্ক ও ভ্যাট পরিশোধের পর গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ টাকা। বলা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য গাড়িটি কেনা হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার টয়োটা কোম্পানির তৈরি ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের হার্ড জিপ টাইপের গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয়। নথি অনুযায়ী, সাদা রঙের সাত আসনের জিপটি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। রেজিস্ট্রেশন ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় ২৮/১ নয়াপল্টন।
বিআরটিএ জানিয়েছে, রেজিস্ট্রেশনের দিনই পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস অনুমোদন দিয়েছেন, যার মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে এর ট্যাক্স টোকেন দেওয়া হয়েছে এক বছরের জন্য, যা আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে।
আরও পড়ুনউল্লেখ্য, এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের জুন ও অক্টোবর মাসে পৃথক অনুমতির মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তার জন্য দলটিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছিল।যদিও বিএনপির নামে কেনা এই নতুন জিপটি সরকার অনুমোদিত বুলেটপ্রুফ গাড়ির অংশ কিনা, এটি তারেক রহমানের জন্যই কিনা বা গাড়িটিতে কোনো বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে তারেক রহমানের উপদেষ্টা কিংবা বিএনপি মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1764864796.jpg)

_medium_1764862033.jpg)
