ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান
ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। এরই মধ্যে বিমানবন্দরে চেক-ইন করেছেন তিনি।
লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুনবিএনপির বেশ কয়েকটি সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়াকে দেখতে ডা. জোবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতাল অথবা সংশ্লিষ্ট জায়গায় যাবেন। এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1764864796.jpg)

_medium_1764862033.jpg)



